সিঙ্গাপুরে পার্লামেন্ট বিলুপ্ত ৭ মে সাধারণ নির্বাচন

সিঙ্গাপুরে আগামী ৭ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট এস আর নাথান গতকাল মঙ্গলবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট নাথান গতকাল সরকারি গেজেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা জানান। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙের সঙ্গে পরামর্শ করেই এ ঘোষণা দেওয়া হয়।
সিঙ্গাপুরের নিউজ এশিয়া চ্যানেল জানায়, নির্বাচনে প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
দেশটিতে গত তিনটি সাধারণ নির্বাচনই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

No comments

Powered by Blogger.