মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্ত

ভারতে গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী বিনায়ক সেন জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ছত্তিশগড়ের রায়পুর কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। মুক্তির শর্ত হিসেবে তিনি তাঁর পাসপোর্ট জমা দেবেন এবং আদালতের আদেশে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন।
বিনায়ক সেনের পরিবারের সদস্যরা কারাফটকে তাঁকে অভিনন্দন জানান। মুক্তির পর তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করিনি।’ তিনি সাংবাদিকদের জানান, ছত্তিশগড়সহ দেশটির বিভিন্ন কারাগারে শত শত বন্দী রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাভোগ করছেন।
গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট বিনায়ক সেনের জামিন মঞ্জুর করেন। গত বছরের ডিসেম্বর মাসে ছত্তিশগড়ের আদালত মাওবাদী বিদ্রোহীদের সহায়তার জন্য রাষ্ট্রদ্রোহের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিনায়ক সেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

No comments

Powered by Blogger.