মে মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া গতকাল শুক্রবার বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। ২০০৮ সালের শেষ দিকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়ার জোট সরকার ক্ষমতায় আসার পর এই নির্বাচন হবে তাঁর সরকারের জনপ্রিয়তার প্রথম পরীক্ষা।
সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে যেকোনো রোববার নির্বাচন হতে হবে। মে মাসের প্রথম সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে জুনের ১৯, ২৬ অথবা জুলাইয়ের ৩ তারিখে ভোট গ্রহণ হবে।
অনুমোদনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবিত তারিখ রাজার কাছে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়া।

No comments

Powered by Blogger.