সৌদি আরবে আন্দোলন জোরদার, পুলিশের গুলিতে আহত ৩

সৌদি আরবে গতকাল শুক্রবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। ফেসবুক ও টুইটার ব্যবহার করে আন্দোলনকারীরা দিনটিকে ‘বিক্ষোভ দিবস’ এবং ‘সৌদি মার্চ ১১ বিপ্লব’ নামে আখ্যায়িত করেছেন। এর আগের দিন গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী আহত হয়।
গতকাল জুমার নামাজের পর অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহার করে আন্দোলনকারীরা দেশবাসীর প্রতি তাদের সঙ্গে শামিল হতে আহ্বান জানায়।
গত বৃহস্পতিবার আল-কাতিফ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে তিনজন আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী এ তথ্য জানান। বিক্ষোভে কয়েক শ মানুষ অংশ নিয়েছিল।
সৌদি সরকারের হাতে আটক দেশটির শিয়া ধর্মীয় নেতা শেখ তৌফিক আল-আমিরসহ অন্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। সৌদি সরকার দেশটিতে সব ধরনের বিক্ষোভ কঠোরভাবে নিষিদ্ধ করেছে।

No comments

Powered by Blogger.