সেবার মান বাড়াতে মন্ত্রীদের সময় বেঁধে দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকি জনগণের জন্য সেবার মানোন্নয়নে মন্ত্রিসভার সদস্যদের ১০০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নূরি-আল-মালিকি। নির্ধারিত সময়সীমার মধ্যে সেবার মানের উন্নতি না ঘটলে মন্ত্রিসভায় ‘পরিবর্তন’ আনা হবে বলেও তিনি ঘোষণা দেন। দেশজুড়ে বিক্ষোভের পর গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, মালিকি ১০০ দিন সময় সুনির্দিষ্ট করে দিয়েছেন। দায়িত্ব পালনে ব্যক্তিগত সফলতা ও ব্যর্থতার মাত্রা নিরূপণের জন্য সরকার ও মন্ত্রীদের কাজের মূল্যায়ন করা হবে। গতকাল থেকে ১০০ দিনের সময়সীমা শুরু হয়ে গেছে।বিবৃতিতে বলা হয়, মূল্যায়নের ওপর ভিত্তি করে পরিবর্তন আনা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ নেওয়া হবে।সেবা খাতের নাজুক অবস্থা, অনিয়ন্ত্রিত দুর্নীতি ও ব্যাপক বেকারত্বের বিরুদ্ধে গত শুক্রবার হাজার হাজার ইরাকি রাস্তায় নেমে আসার পর মালিকির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। এরই মধ্যে বিক্ষোভের আয়োজকেরা আগামী ৪ মার্চ নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন।
নিজ নিজ মন্ত্রণালয় থেকে দুর্নীতির মূলোৎপাটনের জন্য মন্ত্রীদের নির্দেশ দেন মালিকি। তিনি বলেন, নিজ নিজ বিভাগে যাই ঘটুক না কেন, মন্ত্রীদের তার দায় নিতে হবে।এদিকে বাগদাদের দক্ষিণের বাবিল প্রদেশের গভর্নর পদত্যাগ করেছেন। এ নিয়ে চলতি মাসে তিন প্রাদেশিক গভর্নর পদত্যাগ করলেন। পদত্যাগী গভর্নরদের সবাই মালিকির স্টেট অব ল জোটের সদস্য।

No comments

Powered by Blogger.