ওয়াটসন-হাডিনকে কোচের সমর্থন

শেন ওয়াটসন ৯২ বলে ৭৯, ব্র্যাড হাডিন ৬৬ বলে ২৯। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের রান। ২১ ফেব্রুয়ারি আহমেদাবাদে ওয়াটসন-হাডিনের এই ‘ধীর’ ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি।
সমালোচনা নয়, অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসনের কাছে এই ব্যাটিং ঠিকই আছে। দুজনের প্রশংসাও করেছেন তিনি, ‘প্রথম ম্যাচে ওরা ভালো খেলেছে বলব। আসলে আমরা যেভাবে খেলেছি, আমি মনে করি এটাই সঠিক। ভারত, ইংল্যান্ড কিংবা অন্যরা কীভাবে খেলে, আমরা তো সেটা অনুসরণ করতে চাই না। আমরা জানি, আমরা আমাদের সেরাটা খেলছি। এভাবে খেলেই এখানে (ভারতে) আমরা সাফল্য পেয়েছি গত কয়েক বছর।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে করেছিল ২৬২। ৯১ রানের সহজ জয় এসেছে, তবে জিম্বাবুয়ে যদি লড়াই করত? তখন তো ফল অন্য রকমও হতে পারত? এসব কারণেই ওই ব্যাটিং নিয়ে এত কথা। অস্ট্রেলীয়ার কোচ ওপেনারদের ভূমিকাটা বড় করেই দেখছেন, ‘সবাই বলছে, ওরা দুজন ধীর ব্যাটিং করেছে। হ্যাঁ, এটা ঠিক সব দলের জন্যই উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকাটা অনেক বড়। আমরা তা থেকে আলাদা নই। একেক দলের ব্যাটিং কৌশল একেক রকম। তবে সবারই লক্ষ্য এক—বড় স্কোর। এ জন্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের রান পাওয়া খুবই জরুরি।

No comments

Powered by Blogger.