পাকিস্তানকে স্পিনার খেলানোর পরামর্শ সাবেকদের

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় পাকিস্তানকে স্পিনার-নির্ভর বোলিং আক্রমণ সাজানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। উপমহাদেশের কন্ডিশনে পেস বোলারদের পাশাপাশি স্পিনাররাও একটা ভালো ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক নির্বাচক ইকবাল কাশিম। তিনি বলেছেন, ‘আফ্রিদি খুবই ভালো বল করছে, মোহাম্মদ হাফিজের পারফরমেন্সও খুব ভালো। তবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে আমি আবদুর রেহমানের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাঈদ আজমলকেও খেলানোর পক্ষাপতি।’
দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বকাপে স্পিনারদের কার্যকারিতা বাড়তে থাকবে বলে মনে করেন ইকবাল কাশিম। তাঁর ভাষায় ‘ব্যাটিং পাওয়ার প্লেতে স্পিনাররা অনেক ভালো ভূমিকা রাখতে পারবেন।’ ইকবাল কাশিম মনে করেন একদিক দিয়ে স্পিনারের বল করার বিষয়টিও ভালো। এতে স্পিনারদের বলে ব্যাটসম্যানরা শট খলার চেষ্টা করবে এবং উইকেট পতনের সম্ভবনা বাড়বে।’
একই রকমের কথা বলেছেন আবদুল কাদির। তবে কোন ম্যাচের আগে সেখানকার উইকেট কন্ডিশন বিবেচনা করেই চূড়ান্ত একাদশ নির্বাচন করা উচিত্ বলে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি লেগস্পিনার। তিনি বলেছেন, ‘প্রতিটা ম্যাচের দিন উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ শ্রীলঙ্কার পিচগুলো অপেক্ষাকৃত বেশি পেস-সহায়ক।’

No comments

Powered by Blogger.