বার্সেলোনার কাছে হেরে আর্সেনালের বিদায়

গত বছরের মতো এবারও বার্সেলোনার কাছেই শেষ হলো আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্ন। লন্ডনে প্রথম লেগের খেলায় ২-১ গোলের জয় পেয়ে শেষ আটে যাওয়ার পথে একধাপ এগিয়েই গিয়েছিল গানাররা। কিন্তু গতকাল ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলায় ৩-১ গোলে হেরে এবারের মতো এখানেই ইউরোপ সেরার লড়াই শেষ করল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
গতকাল প্রায় পুরো খেলাতেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। শক্ত কোনো আক্রমণ শাণানোর সুযোগই পায়নি আর্সেনাল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বার্সেলোনাকে প্রথম গোলটি এনে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দিয়ে খেলায় সমতা ফেরান বার্সা ডিফেন্ডার সার্জিও বুসকেটস। মিনিট তিনেক পরে আর্সেনালের তারকা স্ট্রাইকার রবিন ফন পার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটির দুর্ভাগ্যের ষোলকলা পূর্ণ হয়। ১০ জনের আর্সেনালকে পেয়ে যেন উন্মত্ত ক্ষিপ্রতায় তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন মেসি-জাভি-ভিয়া-ইনিয়েস্তারা। ৬৯ মিনিটে ভিয়ার পাস থেকে আর্সেনালের জালে বল জড়িয়ে দেন জাভি। দুই মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি।

No comments

Powered by Blogger.