ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই মালয়েশিয়ার জাহাজ উদ্ধার

মালয়েশিয়ার নৌবাহিনী ছিনতাইয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সোমালীয় জলদস্যুদের কাছ থেকে তাদের একটি জাহাজ উদ্ধার করেছে। জাহাজটি এক কোটি ডলার সমমূল্যের তেল বহন করছিল। মালয়েশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সোমালীয় জলদস্যুরা গত বৃহস্পতিবার রাতে গালফ অব এডেনে তেলবাহী এমটি বানগা লুরেল নামের মালয়েশিয়ার মালিকানাধীন জাহাজটি ছিনতাই করে। এ সময় নাবিকেরা একটি সুরক্ষিত কক্ষে আশ্রয় নেন এবং সেখান থেকে নৌবাহিনীকে সংকেত পাঠান।
গত শুক্রবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে সোমালীয় জলদস্যুদের কাছ থেকে জাহাজটি উদ্ধার করা হয়। এ অভিযানে তিন জলদস্যু নিহত হয়েছে। এ ছাড়া সাতজনকে আটক করা হয়েছে। ২৩ নাবিকের সবাই অক্ষত রয়েছেন।
উদ্ধার অভিযানের সময় নৌবাহিনীর সঙ্গে জলদস্যুদের ব্যাপক গুলি বিনিময় হয়। আটক জলদস্যুদের মালয়েশিয়ায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

No comments

Powered by Blogger.