রাষ্ট্রের চ্যালেঞ্জ ও যুদ্ধাপরাধী বিচারের দায়বদ্ধতা by হারুন হাবীব

স্বাধীনতার প্রায় চার দশক পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের হাতে জাতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসের আরেক নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে। এ উন্মোচন শুরু হয়েছে ২৫ মার্চ ২০১০ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীন যুদ্ধাপরাধীদের বিচারে বহুল প্রতীক্ষিত
ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল নিয়োগের মাধ্যমে। ঐতিহাসিক এ বিচার-প্রক্রিয়া সম্পাদনের লক্ষ্যে সরকার ইতিমধ্যেই ঢাকার পুরনো হাইকোর্ট ভবনটিকে চিহ্নিত করেছে। ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে। আমরা জানি, তদন্তকাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে।
বহুল প্রতীক্ষিত বিচার পর্বটি একদিকে যেমন মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যদিকে মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাস ও জাতীয় নৈতিকতার প্রতি বর্তমান ক্ষমতাসীনদের অঙ্গীকার ও দায়বদ্ধতা। কিন্তু এ বিচার ইতিমধ্যেই যুদ্ধাপরাধী ও তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়েছে। তারা সরকার পতনের সর্বাত্মক আন্দোলন শুরুর আয়োজন করেছে। বিচার-প্রক্রিয়াকে যেকোনো মূল্যে প্রতিহত করার চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের এ সম্মিলিত আগ্রাসনের মুখে সরকার কিভাবে ঐতিহাসিক দায়িত্বটি পালন করবে, কতটা সফলতায় তা শেষ করা সম্ভব হবে? বিচার কি মাঝপথে মুখ থুবড়ে পড়বে, নাকি লাখো শহীদের আত্মার প্রতি সম্মান দেখাতে, লাখো ধর্ষিত নারীর প্রতি শ্রদ্ধা জানাতে, ঘৃণিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় তোলা সম্ভব হবে?
প্রাসঙ্গিকতা : বিশ শতকের উল্লেখযোগ্য গণহত্যাগুলোর কথা এলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদের হাতে নির্বিচার ইহুদি নিধনযজ্ঞ; প্রথম মহাযুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্যের পতনের পর আর্মেনিয়ার গণহত্যা; ইন্দোনেশিয়ার গণহত্যা, খেমাররুজদের হাতে কম্বোডিয়ার গণহত্যা এবং সাম্প্র্রতিককালের রুয়ান্ডা, বসনিয়া-হারজেগোভিনা ও দারফুরের বহুল আলোচিত গণহত্যাগুলোর কথা উচ্চারিত হয়। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের গণহত্যা ও নারী নির্যাতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ংকর ও নারকীয় নিষ্ঠুরতা। এমনকি ১৯৬৫-৬৬ সালে ইন্দোনেশিয়ার মাটিতে ১০ থেকে ১৫ লাখ এবং সাম্প্রতিককালে রুয়ান্ডায় যে আট লাখ মানুষ গণহত্যার শিকার হয়, তার চেয়েও অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছে বাংলাদেশে। ধর্মের নামে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় দোসর আলবদর ও রাজাকাররা যে বর্বর ও নিষ্ঠুর গণহত্যা, ধর্ষণ, অগি্নসংযোগ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে তার দলিল বিশ্ব গণহত্যার নথিপত্রে যতটা সংরক্ষণের দাবি রাখে, দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। এর প্রধান কারণ ১৯৭১ সালের বিশ্ব বাস্তবতা। বাঙালির মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেদিনকার 'শীতল যুদ্ধ'-এর প্রেক্ষাপটে, অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ নিয়েছিল পাকিস্তানের। বিরোধিতা করেছিল কমিউনিস্ট চীন ও সৌদি আরবসহ মুসলমানপ্রধান দেশগুলো। এমনকি তারা নির্বিচার গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদ পর্যন্ত করেনি! আমাদের সৌভাগ্য, বাংলাদেশের গণহত্যা ও নারী নির্যাতনের বিবরণ একেবারে অগ্রন্থিত থাকেনি। বিশ্বের নানা অংশের সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বিংশ শতাব্দীর ভয়াবহ এ গণহত্যার বিবরণ গ্রন্থিত হয়েছে। একই সঙ্গে আছে বাংলাদেশের মাটি ও মানুষের বেদনার স্মৃতি ও বর্বরতার প্রত্যক্ষ স্বাক্ষর। বিবেকী বিশ্বজনমতের সমর্থনে প্রভাবশালী পরাশক্তি ও ধর্মাশ্রিত অবিবেকী রাষ্ট্রশক্তির ভ্রূকুটি উপেক্ষা করে বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল সেদিন পাকিস্তানের ধর্ম ও সামরিক শোষকশ্রেণীর বিরুদ্ধে। জাতীয় স্বাধীনতার দাবিতে তারা প্রতিরোধ যুদ্ধে নেমেছিল এবং সফল হয়েছিল। ফলে বিশ্ব মানচিত্রে নতুন বাংলাদেশ রাষ্ট্রের নাম লেখা হয়েছিল ১৯৭১ সালে। যে নরঘাতক ও নিপীড়করা মানবতার বিরুদ্ধে এসব ঘৃণ্য অপরাধ করেছিল, তারা বিচারের হাত থেকে পার পেয়ে গেছে। ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা চুক্তি এবং ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় দিলি্ল চুক্তির ফলে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী জেনারেল ও সামরিক কর্মকর্তাসহ ৯২ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দি নিরাপদে পাকিস্তানে চলে গেছে। ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান; কিন্তু সে বিচার তারা সম্পন্ন করেনি। দুর্ভাগ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে ন্যুরেমবার্গ ও টোকিও ট্রায়াল সম্পন্ন হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধকারীরা শাস্তি পেয়েছে এবং হাল আমলে যেখানে রুয়ান্ডা, যুগোস্লাভিয়া, ক্রোয়েশিয়া ও সিয়েরা লিওনের গণহত্যার বিচার হয়েছে, সেখানে বাংলাদেশের যুদ্ধাপরাধীরা বিচার এড়িয়ে যেতে সমর্থ হয়েছে। ১৯৭৫ সালের রক্তাক্ত পটপরিবর্তনের পর থেকে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে পরিকল্পিত উপায়ে পুনর্বাসন করা হয়েছে স্বাধীনতাবিরোধীদের_এমনকি যুদ্ধাপরাধীদের। দেশদ্রোহিতার এ প্রক্রিয়া অব্যাহত থাকে প্রায় দুই যুগ। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে পরিকল্পিত উপায়ে রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে সুপ্রতিষ্ঠিত করা হয় স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের। এদের অব্যাহত পুনর্বাসনে একাত্তরের চেতনাবিরোধী এক বৈরী আবহ তৈরি হতে থাকে। পরিকল্পিত উপায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হতে থাকে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত হয়। ফলে জাতীয় রাজনীতিতে ফিরে আসে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ।
প্রাথমিক পর্ব : ৯ মাসের সর্বাত্মক মুক্তিযুুদ্ধের পর বাংলাদেশ-ভারত যৌথ সামরিক কমান্ডের হাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা সেদিনকার রমনা রেসকোর্সে আত্মসমর্পণ করে ৯২ হাজার পাকিস্তানি সৈন্য। ১৬ ডিসেম্বর ১৯৭১-এর ঐতিহাসিক আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় হানাদার বিতাড়িত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নবযাত্রা। ১০ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধুর সরকার স্বল্পতম সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম হাতে নেয়। ১০ জানুয়ারি ১৯৭২ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেন : 'বিশ্বকে মানব ইতিহাসের এ জঘন্যতম হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অবশ্যই করতে হবে_যারা দালালি করেছে, আমার শত শত দেশবাসীকে হত্যা করেছে, মা-বোনকে বেইজ্জতি করেছে, তাদের কি ক্ষমা করা যায়?' নারকীয় হত্যাকাণ্ড, নারী নির্যাতন, লুণ্ঠন, অগি্নসংযোগ ও তাবৎ মানবতাবিরোধী জঘন্য অপরাধের অভিযোগে সরকার জরুরি ভিত্তিতে সে বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনালস) আদেশ, ১৯৭২ জারি করে। ১৯৭৩ সালের নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযোগে সারা দেশ থেকে রাজাকার, আলবদর, আলশামস এবং 'শান্তি কমিটি'র সদস্যসহ মোট ৩৭ হাজার ৪৭১ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদের বিচার সম্পন্ন করতে সরকার ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ১৯৭৩ সালের অক্টোবর পর্যন্ত দুই হাজার ৮৪৮টি মামলার নিষ্পত্তি হয়। অভিযুক্তদের মধ্যে ৭৫২ জন সাজাপ্রাপ্ত হয়। ১৯৭৩ সালের নভেম্বরে বঙ্গবন্ধুর সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে। সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের অভাবে প্রায় ২৬ হাজার বন্দিকে ছেড়ে দেওয়া হয়। এর পরও ১১ হাজার কারাগারে বিচারাধীন থাকে। সাধারণ ক্ষমা ঘোষণায় স্পষ্ট করে বলা হয়, 'দেশদ্রোহিতা, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অগি্নসংযোগের অপরাধীরা এ ক্ষমা লাভ করবে না।' কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন জে. জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিন মাসের মাথায় খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হলে জে. জিয়া কার্যত রাষ্ট্রক্ষমতায় আসীন হন। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর জে. জিয়া দালাল আইন বাতিল করেন এবং জেল থেকে সব অভিযুক্ত, এমনকি দণ্ডপ্রাপ্ত ৭৫২ জনকেও মুক্ত করা হয়। শুধু তা-ই নয়, দ্রুততম সময়ে জিয়া চিহ্নিত মুক্তিযুদ্ধবিরোধী ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করতে থাকেন। তবে দালাল আইন বাতিল হলেও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস), ১৯৭৩ আইনটি বাতিল করা সম্ভব হয়নি। এর মূল কারণ, এটি সংবিধানের সঙ্গে যুক্ত। এ আইনটি ছিল বলেই বর্তমান বিচার পর্বটি শুরু করা সম্ভব হয়েছে।
দ্বিতীয় পর্ব : ১৯৭৫-এর পর একমাত্র ১৯৯২ সালেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোটা বাংলাদেশ জেগে ওঠে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ২৬ মার্চের স্বাধীনতা দিবসে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে বসে ঐতিহাসিক 'গণ-আদালত'। সে আদালতের বিচারে যুদ্ধাপরাধী শিরোমণি গোলাম আযমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর সমর্থনে সেদিনের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ ১০০ সংসদ সদস্য যৌথ বিবৃতি দেন। তাঁরা গোলাম আযমসহ সব যুদ্ধাপরাধীর বিচার দাবি করেন। এরপর ১৬ এপ্রিল ১৯৯২ শেখ হাসিনা এ লক্ষ্যে জাতীয় সংসদে প্রস্তাব পেশ করেন। দলিল-দস্তাবেজ পেশ করে তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। কিন্তু সেদিনকার ক্ষমতাসীন বিএনপির প্রতিরোধে সে প্রস্তাব পাস করা সম্ভব হয়নি। এরপর ১৯৯৩ সালে গঠিত হয় সর্বজন শ্রদ্ধেয় কবি বেগম সুফিয়া কামালের নেতৃত্বে জাতীয় 'গণতদন্ত কমিশন'। এ কমিশন দুই পর্যায়ে ১৬ জন শীর্ষ যুদ্ধাপরাধীর অপরাধের বিবরণ প্রকাশ করে। এরপর ২০০৭ সালে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের আঞ্চলিক ফিল্ড কমান্ডারদের নেতৃত্বে গঠিত হয় 'সেক্টর কমান্ডারস ফোরাম'। দেশজুড়ে শক্তিশালী প্রচারাভিযান চালিয়ে এ ফোরাম যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে শক্তিশালী জনমত গঠন করে।
নৈতিক ও আইনি ভিত্তি : ২০০৮ সালের শেষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার সনি্নবেশিত হওয়ায় সারা দেশে অভূতপূর্ব ইতিবাচক প্রতিক্রিয়া ঘটে। বিশেষ করে ইতিহাস-সচেতন নতুন প্রজন্মের প্রায় দুই কোটি ভোটার, যারা মনেপ্রাণে রাষ্ট্রযন্ত্রের আধুনিক বিজ্ঞানমনস্কতা ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছিল, তারা মহাজোটকে যারপরনাই সমর্থন করে। নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন লাভ করে মহাজোট। কাজেই যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের রাজনৈতিক দায়বদ্ধতা প্রশ্নাতীত। নতুন জাতীয় সংসদ প্রথম অধিবেশনে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী বিচারের প্রশ্নে প্রস্তাব পাস করে।
যুদ্ধাপরাধী কে? : যারা ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে দখলদার পাকিস্তানি সৈন্যদের সহযোগী হয়ে খুন, ধর্ষণ, লুট, রাহাজানি, অগি্নসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধ প্রত্যক্ষ বা পরোক্ষে সাধন করেছে, তারাই যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধী যেকোনো দলমত বা রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তাদের অপরাধ নির্ধারিত হবে মুক্তিযুদ্ধের সময় তাদের অপরাধের মাপকাঠিতে। এ বিচার হবে প্রকাশ্যে, আন্তর্জাতিক মানদণ্ডে এবং অভিযুক্তরা পর্যাপ্ত আইনি সহায়তা লাভ করবে। দৃশ্যতই, এ বিচার কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। কাজেই বিশেষ কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই_যদি না সে দল বা গোষ্ঠীতে যুদ্ধাপরাধী থাকে। বিভিন্ন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকের মতে, একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের বাঙালি সহযোগীরা প্রায় ৫৩ ধরনের অপরাধ সংঘটিত করেছে। তারা প্রায় ১৭ ধরনের যুদ্ধাপরাধ, ১৩ ধরনের মানবতাবিরোধী অপরাধ ও চার ধরনের গণহত্যাবিষয়ক অপরাধ ঘটিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও মুসলিম লীগের নেতা-কর্মীরাই মূলত এসব অপরাধে জড়িত।
সম্ভাব্য প্রতিবন্ধকতা : যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনার সরকার, বিশেষ করে বাংলাদেশের উদার গণতন্ত্রী বা মুক্তিযুদ্ধপন্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ বিচার যেহেতু শুরু করা হয়েছে, সেহেতু এর সুষ্ঠু সমাপ্তি সময়ের দাবি। কেবল রাজনৈতিক সরকারের জন্য নয়, এ বিচার দেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তির বাঁচা-মরার প্রশ্নের সঙ্গে যুক্ত। সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো এ রকম_ প্রথমত, বিচারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অপরাধ সংঘটিত হওয়ার প্রায় চার দশক পর। কাজেই অপরাধের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ একটি কঠিন কাজ। দীর্ঘ সময়ের ব্যবধানে যুদ্ধাপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকরা পরিকল্পিতভাবে সাক্ষ্যপ্রমাণ ধ্বংস করার ফলে প্রশ্নটি আরো জটিল আকার ধারণ করতে পারে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ প্রচলিত 'এভিডেন্স অ্যাক্ট'-এর বাইরে নির্ধারিত থাকায় ব্যাপারটি যতটা কঠিন হবে বলে মনে করা হচ্ছে_তা হবে না। এ ক্ষেত্রে 'স্পেশাল প্রভিশন' রাখা হয়েছে। দ্বিতীয়ত, অর্থ, প্রতিপত্তি ও রাজনৈতিক অবস্থানের দিক থেকে আগের যেকোনো সময়ের চেয়ে যুদ্ধাপরাধীরা সংঘবদ্ধ। যে জামায়াতে ইসলামী দলগতভাবে অস্ত্র হাতে পাকিস্তানি সৈন্যদের সহযোগী হয়ে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক বাঙালির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আজ যথেষ্ট সংগঠিত। তৃতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারে দৃশ্যমান সমর্থন আছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আদর্শিকভাবেই এ বিচারের পক্ষে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও কিছুটা শর্ত সাপেক্ষে এ বিচার সমর্থন করে। সৌদি আরব দূতাবাস এ ব্যাপারে বিবৃতি দিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে। কিন্তু পাকিস্তানের অবস্থান একেবারেই ভিন্ন। বিচারটি 'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়' বলে আখ্যায়িত করলেও পাকিস্তান বিলক্ষণ জানে, এর মধ্য দিয়ে ১৯৭১ সালে তাদের সেনাবাহিনীর হাতে বাংলাদেশের মাটিতে নির্বিচার গণহত্যা, ধর্ষণ, অগি্নসংযোগসহ নানা পৈশাচিক নির্যাতনের বিবরণ নতুন করে বেরিয়ে আসবে। সুশাসন, আইনশৃঙ্খলা এবং নাগরিকের নিম্নতম চাহিদা পূরণের বিষয়টি বাধাহীন বিচার কার্যক্রমের একটি প্রধান শর্ত। কারণ বাস্তবতা হচ্ছে এই, যুদ্ধাপরাধী ও তাদের পৃষ্ঠপোষকরা আজ সরকারের স্বীকৃত রাজনৈতিকবিরোধী এবং তারা এ সুযোগ ব্যবহার করবে এটিই নিশ্চিত।
বিচার যদি ব্যর্থ হয়? : এ বিচার ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এ বিচার মুক্তিযুদ্ধের বহুল প্রার্থিত অসমাপ্ত কর্মের_যার সুষ্ঠু সমাপ্তি নৈতিকতার কাছে জাতীয় দায়বদ্ধতার পূরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকারের অঙ্গীকার রক্ষা। এ বিচার মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পথে এযাবৎকালের প্রধানতম কাজ। বলাই বাহুল্য, এ বিচার-প্রক্রিয়া যদি ভণ্ডুল হয়, যদি ব্যর্থ হয়, যেকোনো কারণ বা সংকটে নস্যাৎ হয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে ভয়ংকর। কাজেই ক্ষমতাসীনরা সতর্ক হবে, কাজটির গুরুত্ব অনুধাবন করবেন_এটিই কাম্য।
বিচার ব্যর্থ হলে সম্ভাব্য মৌলিক প্রতিক্রিয়াগুলো হতে পারে এ রকম : ১. দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিগুলো ব্যাপক আঘাতের সম্মুখীন হবে; ২. জাতীয় রাজনীতিতে ধর্মীয় মৌলবাদীদের আগ্রাসন ত্বরান্বিত হবে; ৩. মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে; ৪. চিরায়ত বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তির গুরুত্বপূর্ণ বিজয় সূচিত হবে এবং ৫. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বিপন্ন হবে। কাজেই সরকার ও মুক্তিযুদ্ধপন্থীদের সর্বাত্মক সতর্কতা এবং ঐক্যবদ্ধ যাত্রা এ সময়ের দাবি। বলার অপেক্ষা রাখে না, যুদ্ধাপরাধীদের বিচার সার্বিক অর্থেই একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে হেরে যাওয়ার সুযোগ নেই।
=============================
পোশাক শিল্পে অস্থিরতার উৎস-সন্ধান সূত্র  বাতাসের শব্দ  গোলাপি গল্প  বজ্র অটুঁনি অথবাঃ  উদ্ভট উটের পিঠে আইভরি কোস্ট  আনল বয়ে কোন বারতা!  ফেলানীর মৃত্যুতে পশ্চিমবঙ্গ- নিজ ভূমেই প্রশ্নবিদ্ধ ভারতের মানবিক চেহারা  বাজার চলে কার নিয়ন্ত্রণে  উঠতি বয়সের সংকট : অভিভাবকের দায়িত্ব  বিকল্প ভাবনা বিকল্প সংস্কৃতি  অন্ধত্ব ও আরোগ্য পরম্পরা  খুলে যাক সম্ভাবনার দুয়ার  কক্সবাজার সাফারি পার্কঃ প্রাণীর প্রাচুর্য আছে, নেই অর্থ, দক্ষতা  জুলিয়ান অ্যাসাঞ্জের গুপ্ত জীবন  ছাব্বিশটি মৃতদেহ ও একটি গ্রেপ্তার  ৩৯ বছর পরও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি  সাইবারযুদ্ধের দামামা  সরলতার খোঁজে  সেই আমি এই আমি  আমেরিকান অর্থনীতি ডলারের চ্যালেঞ্জ  বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার- আশানুরূপ সুফল নেই এক বছরেও  ন্যায়ভিত্তিক সমাজ ও রাজনীতি  মাস্টারদা সূর্যসেন ও যুব বিদ্রোহ সাতাত্তর  রসভা নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা  ড. ইউনূস অর্থ আত্মসাৎ করেননি  প্রত্যাশা ও প্রাপ্তির ৩৯ বছর  স্বাধীনতাযুদ্ধের 'বিস্মৃত' কূটনৈতিক মুক্তিযোদ্ধারা  আতঙ্কে শেয়ারবাজার বন্ধঃ বিক্ষোভ  আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে  মানবকল্যাণ আমাদের মন্ত্র  ট্রানজিট নিয়ে সবে গবেষণা শুরু  ভারতের একতরফা সেচ প্রকল্পঃ বাংলাদেশের আপত্তিতে বিশ্বব্যাংকের সাড়া  আমলাদের যাচ্ছেতাই বিদেশ সফর  সরকারের ব্যর্থতায় হতাশাঃ বিরোধী দলের ব্যর্থতায় বিকল্পের অনুপস্থিতি  ক্ষমতা ও গণতন্ত্র  পানি সংকট পানি বাণিজ্য  ২০১০ সালের অর্থনীতি কেমন গেল  গণতান্ত্রিক বিকাশের পথে বাধা অনেক  কপাটে তালা দিয়ে কেন এই মৃতু্যর আয়োজন  বিজয়ের অর্থনীতি ও সম্ভাবনা


দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ হারুন হাবীব
মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট


এই আলোচনা'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.