বুশের বইয়ের প্রশংসা করলেন বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের লেখা আত্মজীবনী ডিসিশন পয়েন্টস-এর প্রশংসা করেছেন আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, ‘খুব চমৎকার লেখা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ মজার। আমার মনে হয়, রাজনীতিবিদদের এটা পড়া উচিত।’
ক্লিনটন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় জর্জ বুশ অনেক সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলোর সঙ্গে অনেকেই একমত নন। ডিসিশন পয়েন্টস পড়লে তাঁদের হয়তো সেই অবস্থানের পরিবর্তন হবে না, তবে কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁকে এসব সিদ্ধান্ত নিতে হয়েছে, তা জানা যাবে।’
হোয়াইট হাউসে বিল পরিস্থিতির উত্তরসূরি ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ডব্লিউ বুশ ও তাঁর বাবা জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ক্লিনটনের। ১৯৯২ সালে সিনিয়র বুশকে পরাজিত করে প্রেসিডেন্ট হন ক্লিনটন। ডিসিশন পয়েন্টস-এ সিনিয়র বুশের সঙ্গে ক্লিনটনের সম্পর্কের বিষয়টিও উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রকাশনা প্রতিষ্ঠান র‌্যানডম হাউস ডিসিশন পয়েন্টস প্রকাশ করে। ২০০৪ সালে ক্লিনটনের আত্মজীবনী মাই লাইফও প্রকাশ করে র‌্যানডম হাউস। প্রতিষ্ঠানটি জানায়, মাই লাইফ প্রকাশের প্রথম দিনে চার লাখ কপি বিক্রি হয়। ডিসিশন পয়েন্টস প্রথম দিনে বিক্রি হয়েছে দুই লাখ ২০ হাজার কপি।

No comments

Powered by Blogger.