ন্যানোতে আগুন ধরা মোকাবিলায়

ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্স তাদের ন্যানো গাড়ির জন্য বিনামূল্যে নিরাপত্তার মান উন্নয়নের প্রস্তাব দিয়েছে। কয়েকটি ন্যানো গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার ঘটনার পর গত বুধবার টাটার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
টাটার এক বিবৃতিতে বলা হয়, তারা ৭০ হাজারেরও বেশি ন্যানোর মালিককে আশ্বস্ত করতে চায় যে সামগ্রিকভাবে গাড়িতে কোনো ত্রুটি নেই। প্রায় আড়াই হাজার ডলার দামের বিশ্বের সবচেয়ে সস্তা এ গাড়িটির বিক্রি শুরু হয় গত বছর থেকে।
বিবৃতিতে বলা হয়, গাড়িতে নিরাপত্তামূলক অতিরিক্ত যন্ত্রাংশ সংযোজন করা হবে। এ প্রস্তাবের সুবিধা গ্রহণ করবেন কি করবেন না, ক্রেতারাই এ সিদ্ধান্ত নেবেন।

No comments

Powered by Blogger.