অবশেষে কেপির সেঞ্চুরি

দল থেকে বাদ পড়াই তাহলে দরকার ছিল? তাই তো প্রমাণ করলেন কেভিন পিটারসেন। ১৮ মাস ধরে যে পিটারসেন তিন অঙ্কের মুখ দেখেন না, সারের হয়ে ধারে খেলতে গিয়েই তিনি দ্বিতীয় ম্যাচে খেলে ফেললেন ১১৬ রানের ইনিংস।
পিটারসেনের এই ইনিংসেও সারে ম্যাচ জিততে পারেনি। শেষ পর্যন্ত তাদের করা ২৪০ রানেই থেমেছে সাসেক্সের ইনিংস; ম্যাচ টাই হয়েছে। তাতে পিটারসেনের ক্ষতি হয়নি, সেঞ্চুরি করে হয়েছে লাভ। সবচেয়ে বড় লাভ হয়েছে টুইট-জনিত কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি একটু হলেও ফিরে এসেছে।
বিতর্কে পড়ে অধিনায়কত্ব হারানোর পর থেকেই ব্যাটে বড় খরা যাচ্ছিল পিটারসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে থাকলেও টেস্ট-ওয়ানডেতে বড় ইনিংস ছিল না। রান-খরার কারণেই দল থেকে বাদ পড়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ‘টুইটার পোস্টে’ আগাম দল জানিয়ে দিয়ে, নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন গালি জুড়ে দিয়ে।

No comments

Powered by Blogger.