যুক্তরাষ্ট্রে দল পাঠাতে চায় ক্যারম ফেডারেশন

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠেয় তৃতীয় বিশ্বকাপ ক্যারমে খেলতে চায় বাংলাদেশ। এ জন্য প্রয়োজন ৩০ লাখের মতো টাকা। টাকা জোগাড়ে ক্যারম ফেডারেশনের কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এই ফেডারেশনের সভাপতি সাংসদ জুনায়েদ আহমেদ।
ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল কাদের বিশ্বাস জানালেন, ‘আমরা অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের সঙ্গে আলোচনা করছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও আমাদের আশ্বাস দিয়েছে। আশা করি এই টুর্নামেন্টে আমরা দল পাঠাতে পারব।’
প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন করে পুরুষ ও মহিলা খেলোয়াড়, একজন দলনেতা, একজন কোচ ও দুজন আম্পায়ার অথবা কর্মকর্তার আমন্ত্রণও এসেছে বলে জানিয়েছেন কাদের বিশ্বাস। দল নির্বাচনে ট্রায়াল নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ‘স্বচ্ছতার সঙ্গেই এই সফর হবে।’

No comments

Powered by Blogger.