যুক্তরাষ্ট্রের ৮ শতাংশ শিশুই অবৈধ অভিবাসীর সন্তান

২০০৮ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের আট শতাংশই অবৈধ অভিবাসী মা-বাবার সন্তান। মার্কিন আদমশুমারি ব্যুরোর নথিপত্র বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান পিউ হিসপ্যানিক সেন্টার এ কথা জানায়।
এই গবেষণার ফলাফল সাম্প্রতিক সময়ের একটি উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের ওপর নতুন করে আলোকপাত করেছে। এদিকে অবৈধ অভিবাসীদের সন্তানদের বৈধতা অর্জনের পথ রুদ্ধ করতে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন কয়েকজন রিপাবলিকান সিনেটর।
পিউ হিসপ্যানিক সেন্টারের হিসাবে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে জন্ম নেওয়া ৪৩ লাখ নবজাতকের মধ্যে তিন লাখ ৪০ হাজার শিশুই অবৈধ অভিবাসীদের সন্তান। গবেষণা অনুযায়ী, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া ৪০ লাখ শিশু যুক্তরাষ্ট্রে বসবাস করছে, যাদের মা-বাবা অবৈধ অভিবাসী।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের সন্তানদের ওপর এটাই সবচেয়ে বড় গবেষণাকর্ম। এই গবেষণাকর্ম জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্কে নতুন রসদ জুগিয়েছে। এর আগে প্রতিবছরে অবৈধ অভিবাসীদের কতজন সন্তান জন্মগ্রহণ করে, এ সম্পর্কে নির্ভরযোগ্য হিসাব খুব কম ছিল।
জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচকেরা অবৈধ অভিবাসীর দ্রুত বিকাশমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.