ছত্তিশগড়ে সেনা মোতায়েনের অনুরোধ রাজ্য সরকারের

ভারতের ছত্তিশগড়ে সেনা মোতায়েনে গতকাল সোমবার কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। মাওবাদীদের সহিংসতা ক্রমেই গুরুতর আকার ধারণের পরিপ্রেক্ষিতে এ অনুরোধ জানানো হয়।
ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী নানকি রাম কনোয়ার গতকাল বলেন, বামপন্থী চরমপন্থীদের বেপরোয়া সহিংসতার কারণে রাজ্যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, এতে ভারতের কেন্দ্রীয় সরকারকে এখানে সেনা সহায়তা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। গেরিলাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার খবর নাকচ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওবাদীরা যে শান্তি বা উন্নয়ন চায় না, তাদের অব্যাহত সহিংসতাই এর প্রমাণ।
গত শনিবার সড়কে মাইন বিস্ফোরণের মাধ্যমে মাওবাদীরা আটজন নিরাপত্তারক্ষীকে হত্যা করে। গত মাসে গেরিলাদের হাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৭৬ জন সদস্য নিহত হন।

No comments

Powered by Blogger.