কলকাতার মেয়র সুব্রত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

পশ্চিমবঙ্গের পৌরসভা ও কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনকে ঘিরে রাজ্য কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। কংগ্রেসের রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি ও কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভা ও কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে আসন ভাগাভাগি প্রশ্নে ইতিমধ্যে কংগ্রেস-তৃণমূল জোট ভেঙে গেছে। এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৩০ মে। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট ভাঙার পর ঘোষণা দিয়েছেন, তাঁরা এককভাবে ৮২টি পৌরসভার নির্বাচনে লড়বেন। অন্যদিকে কংগ্রেসও ঘোষণা দিয়েছে, তারাও একাই লড়বে।
এদিকে কংগ্রেস-তৃণমূল জোট ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি ও কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায় গত বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়টি কংগ্রেস হালকাভাবেই নিয়েছে। কংগ্রেস বলেছে, ২০০০ সালের নির্বাচনে সুব্রত তৃণমূলের টিকিটেই কলকাতার মেয়র হয়েছিলেন। আবার ঠিক ২০০৫ সালের নির্বাচনের মুহূর্তে মমতার বিরুদ্ধে বিদ্রোহ করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবার আবার ২০১০ সালে পৌর করপোরেশন নির্বাচনের আগে যোগ দিলেন তৃণমূলে। তাই সুব্রতর এই যোগদানে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না।

No comments

Powered by Blogger.