জাপানে বন্ধ থাকা পরমাণু চুল্লি ফের চালু

জাপানের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পরমাণু চুল্লি আবার চালু করা হয়েছে। সে দেশের পরমাণু শক্তি সংস্থা গতকাল বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে। ১৪ বছর আগে ওই পরমাণু স্থাপনায় আগুন লাগার পর সেটি বন্ধ করে দেওয়া হয়।
অ্যাটমিক এনার্জি এজেন্সির একজন মুখপাত্র জানান, সরকারের নির্দেশে উত্তরাঞ্চলীয় সুরুগা শহরে অবস্থিত মনজু নামের ওই প্লুটোনিয়াম-চালিত চুল্লি আবার চালু করা হয়।
চুল্লি থেকে পরমাণু বিক্রিয়া প্রতিরোধক ও নিয়ন্ত্রক রড খুলে ফেলার পর মনজুর মহাপরিচালক কাজুও মুকাই আনুষ্ঠানিকভাবে সেটি চালু হওয়ার কথা ঘোষণা করেন। পরমাণু চুল্লিতে সাধারণত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। কিন্তু এখানে তার বদলে জ্বালানি হিসেবে প্লুটোনিয়াম ব্যবহার করা হবে। প্লুটোনিয়াম থেকে একধরনের রেডিওঅ্যাকটিভ উপাদান উৎপাদন করা হবে, যা বিদ্যুতের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। চুল্লি পুরো মাত্রায় চালু হতে কাল শনিবার পর্যন্ত সময় লাগবে। এখান থেকে বিকল্প জ্বালানি উৎপাদন শুরু হবে ২০১৩ সালে।
জাপান ছাড়া শুধু রাশিয়া ও ভারত এ ধরনের চুল্লিতে জ্বালানি উৎপাদন করে থাকে।

No comments

Powered by Blogger.