মালয়েশিয়ায় আইনপ্রণেতার সাজা

মালয়েশিয়ায় গতকাল বুধবার ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতা বাং মোখতার রাদিনকে (৫০) এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ধর্মীয় আদালতের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
বাং বারিসান ন্যাশনাল জোটের একজন শীর্ষস্থানীয় নেতা। গত মাসে বাং ও তাঁর দ্বিতীয় স্ত্রী জিজি এজেত এ সামাদের বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে করার অভিযোগ আনা হয়।
বাংয়ের আইনজীবী আমলি এমবং বলেন, উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি না হওয়া পর্যন্ত এই দণ্ডাদেশ কার্যকর হবে না।
মালয়েশিয়ায় একজন মুসলিম পুরুষ চারটি স্ত্রী রাখতে পারেন। তবে দেশের কিছু এলাকায় এ ব্যাপারে শরিয়া আইন অনুযায়ী ধর্মীয় আদালত থেকে অবশ্যই লিখিত অনুমতি নিতে হবে। অন্যথায় জরিমানা দিতে হবে বা কারাভোগ করতে হবে।

No comments

Powered by Blogger.