চীনে গ্রাম্য যুবকদের হামলায় ১৩ ছাত্র আহত

চীনের হাইনান দ্বীপে গতকাল বুধবার স্থানীয় যুবকদের হামলায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন ছাত্র আহত হয়েছেন। তুচ্ছ বিষয় নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পার্শ্ববর্তী গ্রামের যুবকেরা ধারালো দা-ছুরি নিয়ে ছাত্রদের ওপর হামলা চালালে তাঁরা আহত হন। এ ঘটনার পর ওই স্কুলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দক্ষণাঞ্চলীয় হাইনান দ্বীপের হাইকু শহরের হাইনান টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে ওই ঘটনা ঘটে। গভীর রাতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা আগুনে ভেড়া ঝলসিয়ে ভূরিভোজ করেন। এ নিয়ে গ্রামের যুবকদের সঙ্গে তাঁদের তর্ক হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গ্রামের যুবকদের হামলায় চার ছাত্র হন। এ ঘটনার দুই ঘণ্টা পর গ্রামের যুবকেরা দা-ছুরি নিয়ে ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাসে হামলা চালায়। এতে আরও নয়জন ছাত্র আহত হন।
চীনজুড়ে গত কয়েক মাস ধরে ছাত্রদের ওপর অজ্ঞাত কারণে হামলা চলছে। এসব হামলায় গত পাঁচ মাসে ১৫ জন ছাত্রসহ ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।

No comments

Powered by Blogger.