মুম্বাইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণের মামলার শুনানি কাল শুরু

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লোকাল ট্রেনে বোমা বিস্ফোরণের মামলার শুনানি আগামীকাল শুক্রবার থেকে মুম্বাইয়ের বিশেষ আদালতে শুরু হচ্ছে। ২০০৬ সালের ৭ জুলাই সাতটি লোকাল ট্রেনে পরপর বিস্ফোরণ ঘটানো হয়। ওই সব বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার শুনানি ২০০৭ সালে বিশেষ আদালতে শুরু হলেও গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত ২০০৮ সালের গোড়ার দিকে স্থগিতাদেশ চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন। গত ২৫ এপ্রিল আদালত সেই আবেদন খারিজ করে দেন। ফলে মামলাটির শুনানি নতুন করে শুরু হচ্ছে।
লোকাল ট্রেনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার মদদপুষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তবে বিস্ফোরণের মূল হোতা পাক নাগরিক ও লস্কর-ই-তাইয়েবার কমান্ডার আজম চিমা এখনো ধরা পড়েননি।

No comments

Powered by Blogger.