দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ‘এ’

পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শামসুর রহমান যা বললেন তার সারমর্ম—এ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল আসলে করতে পারেনি কিছুই, ‘আমাদের বোলিংটা ভালো হয়নি, বোলারদের নিয়ন্ত্রণ ছিল না বোলিংয়ে। মিস ফিল্ডিং হয়েছে। ব্যাটিংয়েও শুরুতে উইকেট হারানোয় চাপে পড়ে গেছি।’
চাপ আসলে ছিল রানের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলিন ইনগ্রাম আর ডেভিড মিলারের দুই সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে তুলে দেয় ৩৬৮ রানের পাহাড় চূড়ায়। ৩২.৩ ওভারে মাত্র ১৬৫ রান তুলেই অলআউট বাংলাদেশ ‘এ’ দল সেই পাহাড়ের নিচে পিষ্ট হয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটা হেরেছে ২০৩ রানের বিশাল ব্যবধানে।
অথচ দলের ৫৮ রানের মধ্যে দুই ওপেনার ফন উইক আর জোনাথন ভ্যানডায়ারকে হারিয়ে শুরুতে চাপে পড়েছিল সফরকারীরাই। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে টেনে তোলার কৃতিত্ব মূলত ইনগ্রামের। তৃতীয় ও চতুর্থ উইকেটে রোজু-বেইলির সঙ্গে ৬৬ আর ৫০ রানের দুটি জুটি গড়ে প্রাথমিক চাপটা সরিয়ে দেন তিনিই। এর পর পঞ্চম উইকেটে মিলারের সঙ্গে ১২৮ রানের আরেকটি জুটিতে তারা চলে যায় শামসুর রহমানের দলের ধরাছোঁয়ার বাইরে। ১১৮ বলে ১২৭ রান করে ইনগ্রাম নূর হোসেনের বলে নাজমুলের ক্যাচ হলেও আরেক সেঞ্চুরিয়ান মিলারকে আউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। ১০ বাউন্ডারি আর ৭ ছক্কার ঝোড়ো ইনিংসে মাত্র ৫৫ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কালই প্রথম খেলতে নামা মিলার। শেষ পর্যন্ত ৬০ বলে ১১৫ রানে অপরাজিত তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটসম্যানদের ব্যাটে স্বাগতিক বোলাররা সবাই কমবেশি নির্যাতিত। ওভারপ্রতি সবচেয়ে কম রান দেওয়ার ‘কৃতিত্ব’ যাঁর, সেই শামসুর রহমানও ১০ ওভারে দিয়েছেন ৫২ রান! জাতীয় লিগের নজরকাড়া স্পিনার সাকলাইন সজীব ৮৫ রান দিয়েছেন তাঁর ১০ ওভারে। বোলারদের মতোই অবস্থা ব্যাটসম্যানদের। ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বেসামাল ইনিংসটা মুখ থুবড়ে পড়েছে ১৬৫ রানে। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব (৩৮) ও রকিবুল হাসানের (৪০) ৪৭ রানের জুটিতে সামান্য প্রতিরোধ গড়তে পেরেছিল বাংলাদেশ ‘এ’, ৩৬৮ রানের জবাবে তাও খড়কুটোর মতো উড়ে গেছে শেষ পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল আজ একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৫০ ওভারে ৩৬৮/৯ (ইনগ্রাম ১২৭, মিলার ১১৫*, ফন উইক ২৯, বেইলি ২৩, ভ্যানডায়ার ২০, রোজু ১৬, সোলেকিলে ১২; নাজমুল ৯-০-৬৩-১, ডলার ৪-০-৩৭-০, নূর হোসেন ১০-১-৬৭-২, শামসুর ১০-০-৫২-১, সাকলাইন ১০-০-৮৫-১, ফয়সাল ৫-০-৩৫-২, নাজমুল হোসেন ২-০-২২-১)। বাংলাদেশ ‘এ’: ৩২.৩ ওভারে ১৬৫ (উত্তম ৬, শামসুর ৯, ডলার ১০, মার্শাল ৩৮, রকিবুল ৪০, ফয়সাল ৪, ধীমান ২৫, নাজমুল হোসেন ১২, নূর হোসেন ০, নাজমুল ১৫, সাকলাইন ১*; ভ্যানডায়ার ৩/৪২, ফ্রেন্ড ২/২১)। ফল: দক্ষিণ আফ্রিকা ‘এ’ ২০৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মিলার।

No comments

Powered by Blogger.