আফিয়া সিদ্দিকীর বোনকে হাকিমুল্লাহ মেহসুদের চিঠি

হত্যাচেষ্টার দায়ে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর বোন ফৌজিয়া সিদ্দিকীকে প্রায় দুই মাস আগে একটি চিঠি লিখেছেন পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ। চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মনে রাখার মতো’ হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদ চ্যানেল ডন এ কথা জানিয়েছে।
ডন জানায়, ফৌজিয়াকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রকে মনে রাখার মতো জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ।
ওই চিঠির সূত্র ধরে ডন মনে করছে, নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টার সঙ্গে হাকিমুল্লাহর হাত থাকতে পারে। চিঠিতে আফিয়ার বোন ফৌজিয়াকে নিজের বোন হিসেবে ঘোষণা দিয়ে তাঁকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাকিমুল্লাহ। চিঠিতে যুক্তরাষ্ট্রকে ‘শিক্ষা’ দেওয়ার ইচ্ছার কথা ঘোষণা করেন তিনি।
চিঠিতে হাকিমুল্লাহ আরও বলেন, পাকিস্তানি নেতাদেরও ‘সমুচিত জবাব’ দেওয়া হবে। হাকিমুল্লাহ মেহসুদের নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার কয়েক দিন পর এ খবর প্রচারিত হলো। ভিডিওতে শীর্ষ জঙ্গি নেতাদের হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে হামলার হুমকি দিয়েছেন হাকিমুল্লাহ মেহসুদ।

No comments

Powered by Blogger.