হুমকির মুখে ৬০০ প্রজাতির প্রাণী

মেক্সিকো উপসাগরের তেলক্ষেত্রে বিস্ফোরণে সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার ফলে ৬০০-এর বেশি প্রজাতির প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
লুইজিয়ানার বন্য প্রাণী ও মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ৪৪৫ প্রজাতির মাছ, ১৩৪ প্রজাতির পাখি, ৪৫ প্রজাতির স্তন্যপায়ী এবং ৩২ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী হুমকির মুখে পড়েছে। পাখির মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে বাদামি রঙের বড় আকৃতির পাখি পেলিকান। জীববিজ্ঞানী রবার্ট লোভার বলেন, এ পাখি উপকূলীয় দ্বীপে ডিম পাড়ে। এরা ছড়িয়ে পড়া তেলে আক্রান্ত হওয়া মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে।
একই হুমকিতে আছে সমুদ্রের নিকটবর্তী জলাভূমির দীর্ঘপদের পাখি প্লোভার, শঙ্খচিলজাতীয় পাখি রয়াল টার্ন ও গাঙশালিক।
সরীসৃপ ও উভচর প্রাণীর মধ্যে সবচেয়ে হুমকিতে রয়েছে বিপন্নপ্রায় কেমপস রিডলি প্রজাতির কচ্ছপ। কেননা, ডিম পাড়ার মৌসুম শুরু হয়েছে। তেল ছড়িয়ে পড়ায় তাদের আশ্রয় খুঁজে নেওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া কুমির, ব্যাঙ ও সামুদ্রিক সাপ এবং অনেক প্রজাতির মাছ ও কাঁকড়াজাতীয় প্রাণীও একই রকম বিপদে আছে।

No comments

Powered by Blogger.