বাকিয়েভকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে তথ্য দিলে এক লাখ ডলার পুরস্কার দেবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের একটি কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গত মাসের গোড়ার দিকে বিরোধীদের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী ছেড়ে দেশটির দক্ষিণাঞ্চলে নিজের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওস শহরের জালালাবাদে আশ্রয় নেন। পরে তিনি বেলারুশ পালিয়ে যান।
কমিশনের বিবৃতিতে বলা হয়, বাকিয়েভ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে সহায়ক তথ্য সরবরাহ করলে সরকার ২০ হাজার থেকে এক লাখ ডলার পুরস্কার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিচারের মুখোমুখি করতে বাকিয়েভকে কিরগিজস্তানের কাছে হস্তান্তরের জন্য বেলারুশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার ।
বাকিয়েভ ও তাঁর ছেলে মাক্সিমসহ তৎকালীন সরকারের যেসব শীর্ষ নেতাকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার ।

No comments

Powered by Blogger.