বিড়ালির সঙ্গে বিয়ে

নিজের পুষি বিড়ালিকে বিয়ে করেছেন এক জার্মান। য়ুভে মিৎসারলিৎজ নামের ওই ব্যক্তি পেশায় একজন ডাকপিয়ন। বয়স ৩৯ বছর। বাড়ি ড্রেসডেনের কাছে পসেনডোরফ এলাকায়। আর কনে সেই স্ত্রী-বিড়ালের বয়স ১৫ বছর। নাম সিসিলিয়া। বিয়ে কিন্তু হুট করে হয়নি। আগে থেকেই এই জুটির মধ্যে নাকি গভীর প্রণয় ছিল। বিল্ড ট্যাবলয়েড গতকাল সোমবার এ তথ্য দিয়েছে।
মিৎসারলিৎজ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সিসিলিয়া কী যে বিশ্বস্ত! এমন আর হয় না। আমাদের দুই দেহ এক প্রাণ। কত রাত এক সঙ্গে কাটিয়েছি। একই ছাদের নিচে, একই বিছানায়। আমার বাহুতে মাথা রেখে সে ঘুমিয়েছে কত কত রাত। আমাদের দুটি হূৎপিণ্ড বটে। কিন্তু স্পন্দন একই।
জার্মানিতে পশুপ্রেম বিচিত্র কিছু নয়, দোষেরও নয়। কিন্তু দেশটিতে কোনো পশুকে ভালোবেসে বিয়ের অনুমতি নেই। কিন্তু য়ুভে হার মানার পাত্র নন। তিনি বলেন, বয়স হয়েছে সিসিলিয়ার। কদিন আর বাঁচবে সে। তাই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।
বিয়ে উপলক্ষে বর পরেন স্যুট ও বিশেষ টুপি। সিসিলিয়াকেও সাজানো হয় জার্মানির ঐতিহ্যবাহী বিয়ের সাদা পোশাকে। শপথবাক্য পাঠ করান পুরোহিত। জবাবে সিসিলিয়া কেবলই মিউ মিউ করছিল।

No comments

Powered by Blogger.