বিশ্বকাপ জেতার স্বপ্ন কিউইদের চোখে

সেমিফাইনালের দল—ক্রিকেটের বড় আসরে নিউজিল্যান্ডের পরিচিতি যেন এটাই। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ওঠাটাই টার্গেট নিউজিল্যান্ডের। এ ক্ষেত্রে বড় ভূমিকাটা যে তাঁকেই নিতে হবে, সেটা ভালোই জানেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
বোলিংয়ে ভেট্টোরিই নিউজিল্যান্ডের বড় অস্ত্র। তবে দলের স্পিন আক্রমণে সহযোগী হিসেবে তিনি পাচ্ছেন নাথান ম্যাককালামকে। অলরাউন্ডার রব নিকোলও স্পিন বল করতে পারেন। আর এঁদের সঙ্গে আছেন শেন বন্ড-জ্যাকব ওরামের মতো পেসাররা। দলের বোলিং শক্তিটাই স্বপ্ন দেখাচ্ছে ভেট্টোরিকে, ‘আমরা খুবই আশাবাদী। কাইল ফিরে এসেছে। তার ওপরও ভরসা করা যায়। টিম সাউদি ভালো করছে। ইনজুরি কাটিয়ে ফিরেছে বাটলার; সেও দলের সফল বোলার।’ তবে ভেট্টোরির বেশি প্রত্যাশা স্পিনারদের কাছে, ‘আমি মনে করি ক্যারিবীয় ধীরগতির পিচে স্পিনই বড় একটা ভূমিকা রাখবে। আশা করছি, নাথান ম্যাককালাম এবং আমি নিজে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারব।’
এবার শিরোপা জেতার লক্ষ নিউজিল্যান্ডের। যেমনটা বললেন স্কট স্টাইরিস, ‘শুধু সুপার এইট কিংবা সেমিফাইনাল খেলার কথাই ভাবছি না আমরা, টুর্নামেন্ট জয়েরও সত্যিকারের সম্ভাবনাই দেখছি।

No comments

Powered by Blogger.