প্রস্তুতি ম্যাচ জিতল বাংলাদেশ

জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। কাল কেনসিংটন ওভালে বারবাডোজের বিপক্ষে ৩৬ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৬ রান তোলে। জবাবে স্বাগতিকেরা ৩ উইকেটে করে ১৩০ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ভালোই একটা সূচনা এনে দিয়েছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল। নবম ওভারের তৃতীয় বলে আশরাফুলের আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ৩৫ রান করেন আশরাফুল। তাঁর ৩৫ বলের ইনিংসে আছে ৪টি চার ও ১টি ছয়। ইমরুল সমান ৩৫ বলে করেন ইনিংস-সর্বোচ্চ ৫৭ রান। দলীয় ১১৭ রানে আউট হওয়ার আগে আফতাব আহমেদকে নিয়ে ইমরুল দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রান করেন। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো ইমরুলের ইনিংস। ১৩৯ রানে বারবাডোজের তৃতীয় শিকার হওয়ার আগে আফতাব ২১ বলে করেন ২৬। এর এক বল পরই আউট হয়ে যান অধিনায়ক সাকিব (৭ বলে ১১ রান)।
রান তাড়া করতে আসা বারবাডোজকে প্রথম ওভারেই আঘাত করেন মাশরাফি বিন মুর্তজা; চতুর্থ বলে রশিদি বাউচারকে ফিরিয়ে দেন। দুই নম্বরে ব্যাটিংয়ে আসা অধিনায়ক রায়ান হাইন্ডস ৪৯ বলে ৫০ (৫টি চার) রানে অপরাজিত থাকলেও ৩ উইকেটে ১৩০ রানের বেশি তুলতে পারেনি বারবাডোজ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ১ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ইংল্যান্ডের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটিও হবে কেনসিংটন ওভালে। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৫ (ইমরুল ৫৭, আশরাফুল ৩৫, আফতাব ২৬, সাকিব ১১, নাঈম ৯* মাহমুদউল্লাহ ১৪, মুশফিকুর ৪*; মার্টিন নার্স ৩/২১, অ্যাশলি নার্স ১/২৯, বাথওয়েট ১/৩৪)।
বারবাডোজ: ২০ ওভারে ১৩০/৩ (হাইন্ডস ৫০*, মার্টিন নার্স ১৮, বাউচার ০, কির্ক এডওয়ার্ডস ৮, কার্টার ৪৫*; মাশরাফি ১/২৭, রাসেল ০/৩৩, নাঈম ০/১৩, সাকিব ০/২৭, রাজ্জাক ১/৭, আশরাফুল ০/৪, রুবেল ১/১৮)।
ফল: বাংলাদেশ ৩৬ রানে জয়ী।

No comments

Powered by Blogger.