পাকিস্তান পরমাণু বিজ্ঞানী কাদির খানকে জিজ্ঞাসাবাদ করবে

পাকিস্তান সরকার সুবিধাজনক সময়ে সে দেশের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে জিজ্ঞাসাবাদ করবে। ইরান ও ইরাককে পরমাণু অস্ত্র তৈরিতে তাঁর সহায়তার চেষ্টার দাবির বিষয়ে তাঁকে এ জিজ্ঞাসাবাদ করা হবে। সরকারের এক শীর্ষস্থানীয় আইনজীবী আহমের বিলাল সুফি এ কথা জানান। পিটিআই অনলাইন।
সুফি বলেন, কাদির খান ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ও ইরাককে পরমাণু অস্ত্র তৈরিতে তাঁর সহায়তার চেষ্টার কথা বলেন। এ ছাড়া তিনি এও দাবি করেন, পাকিস্তান সরকারের জ্ঞাতসারে তিনি এটি করেছেন। কাজেই পাকিস্তান সরকার এটি সহজেই ছাড়তে পারে না। কারণ এটি খুুবই স্পর্শকাতর বিষয় এবং এটি পাকিস্তানের পরমাণু কর্মসূচিকে প্রশ্নের সম্মুখীন করতে পারে।

No comments

Powered by Blogger.