সাপ খুঁজতে লাখ ইউরো

হারিয়ে যাওয়া একটি গোখরা সাপকে খুঁজে বের করতে প্রায় এক লাখ ইউরো খরচ করেছে জার্মানির মুয়েলহেম নগর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের নিয়োগ করা বহু লোক টানা তিন সপ্তাহ তন্নতন্ন করে খুঁজে অবশেষে সাপটির হদিস পেয়েছে। তবে জীবিত নয়, মৃত অবস্থায় পাওয়া গেছে সাপটিকে।
সিটি কাউন্সিলের মুখপাত্র ভলকার উইবেলস জানিয়েছেন, গত মাসে সাপটি তার খাঁচা থেকে বের হয়ে যায়। এতে পুরো অ্যাপার্টমেন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে খুঁজে বের করতে দমকল বাহিনী পুরো অ্যাপার্টমেন্ট খালি করে ফেলে। সেটিকে ধরতে নানা জায়গায় ফাঁদও পাতা হয়। অবশেষে গত বৃহস্পতিবার সাপের মালিকের ফ্ল্যাটেই মৃত অবস্থায় সেটিকে পাওয়া যায়। ততক্ষণে অভিযানের ব্যয় গিয়ে ঠেকেছে এক লাখ ইউরোতে।
উইবলস জানান, সাপটি জনমনে আতঙ্ক ছড়াতে পারত। তাই করদাতাদের কাছ থেকে ৪০ হাজার ইউরো আদায় করা হবে। বাকি অর্থ সাপের মালিককেই দিতে হবে। তিনি একটি মেলা থেকে সাপটি মাত্র ৭০ ইউরো দিয়ে কিনেছিলেন। তবে সাপের মালিকের পক্ষে এখনই ৬০ হাজার ইউরো দেওয়া সম্ভব নয়। কেননা, আপাতত তিনি ‘বেকার’।

No comments

Powered by Blogger.