লুলার সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

ইসরায়েল সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাত্ করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য সফরের শুরুতে সোমবার ইসরায়েল পৌঁছেন লুলা।
ইসরায়েল ও ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান প্রেসিডেন্ট লুলার সঙ্গে সাক্ষাত্ ও পার্লামেন্টে তাঁর বক্তৃতায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলের একটি ইহুদি উপাসনালয়ে যাওয়ার প্রস্তাব নাকচ করায় দেশটির কিছু মানুষ লুলার ওপর ক্ষুব্ধ হয়েছে।
ইসরায়েল সফরকে একটি ‘শান্তির মিশন’ হিসেবে বর্ণনা করেছেন লুলা। প্রেসিডেন্ট লুলা এমন সময় ইসরায়েল সফরে গেলেন, যখন পূর্ব জেরুজালেমে ইহুদিদের জন্য বসতি নির্মাণের ঘোষণার কারণে মার্কিন-ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন চলছে।

No comments

Powered by Blogger.