সাকিবকে চারে ঠেলে তিনে সোয়ান

টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক-দুই নম্বর জায়গাটি অনেক দিন ধরেই জ্যাক ক্যালিস আর ড্যানিয়েল ভেট্টোরির দখলে। গত নিউজিল্যান্ড সফরের পর তিনে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। কাল তাঁকে চারে ঠেলে দিয়ে তিনে উঠে এলেন গ্রায়েম সোয়ান। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও সোয়ানের বড় ধরনের অগ্রগতি হয়েছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে পাঁচ থেকে দুই ধাপ ওপরে উঠে এসেছেন এই অফ স্পিনার।
গত অ্যাশেজের শেষ দুই টেস্ট থেকে নিজেকে অলরাউন্ডার হিসেবে মেলে ধরা শুরু। টানা চার ইনিংসে তিনটি ফিফটিও ছিল তাঁর! সেটিও নয় নম্বরে ব্যাট করে! চট্টগ্রাম টেস্টে যে একমাত্র ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন, তাতেও ২৫ বলে ৩২ রান। গত সাত টেস্টে ৩১.৪৫ গড়ে রান করার পাশাপাশি ৩৯ উইকেটই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের ওপরে তুলে আনল তাঁকে।
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে ১২ ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ের ৬০ নম্বরে জুনায়েদ সিদ্দিক। দুই ইনিংসে ফিফটি করা মুশফিকুরও ১২ ধাপ এগিয়ে চলে এসেছেন ৩৪-এ।

No comments

Powered by Blogger.