চীন সামরিক শক্তি জোরদারের প্রচেষ্টা অব্যাহত রাখবে

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, তাঁর দেশ সামরিক শক্তি জোরদারের প্রচেষ্টা অব্যাহত রাখবে। গতকাল শুক্রবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এএফপি।
ওয়েন জিয়াবাও বলেন, ‘সেনাবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে। বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে আমাদের প্রভাবের সঙ্গে সংগতি রেখে সামরিক শক্তিও বাড়াতে হবে। আমাদের সেই সংকল্প অটুট রয়েছে। এ জন্য জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা হবে। অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে গবেষণা বাড়ানো হবে।’
এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে সাত হাজার ৬০০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি। তবে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির এ হার বিগত কয়েক বছরের তুলনায় কম।
সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, অর্থনৈতিক মন্দার কারণে এ ব্যয় সংকোচন করা হয়েছে। তবে তাঁরা বলেন, সত্যিকার ব্যয় এর চেয়ে দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। কেননা অনেক প্রতিরক্ষা কর্মসূচি এ বাজেটে উল্লেখ করা হয়নি।

No comments

Powered by Blogger.