আটে সেঞ্চুরি

৮ নম্বরে নেমে টেস্ট সেঞ্চুরি, কাজটা সহজ নয় মোটেও। কঠিন কাজটাই টানা দুদিন দুজনকে করতে দেখল টেস্ট ক্রিকেট, কলকাতায় মহেন্দ্র সিং ধোনি আর হ্যামিল্টনে মাহমুদউল্লাহ। ১৩৩ বছর আর ১৯৫৩ ম্যাচের টেস্ট ইতিহাসে ৮ নম্বরে সেঞ্চুরি হয়েছে ৬৩টি, করেছেন ৫৪ জন। তাঁদের সবার পথিকৃৎ জর্জ বনর। ১৮৮৫ সালে ইতিহাসের ২০তম টেস্টে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন এই অস্ট্রেলিয়ান আটে নেমে। বনরকে সবচেয়ে বেশিবার অনুসরণ করেছেন ড্যানিয়েল ভেট্টোরি ও কামরান আকমল, আটে নেমে দুজনেরই সেঞ্চুরি ৩টি করে। দুটি করে আছে দুই দক্ষিণ আফ্রিকান মার্ক বাউচার ও এরিক ডাল্টন, নিউজিল্যান্ডের ব্রুস টেইলর ও পাকিস্তানের ওয়াসিম আকরামের। এই দুই সেঞ্চুরির প্রথমটিতে আকরাম করেছিলেন অপরাজিত ২৫৭, আটে নেমে এত বড় ইনিংস নেই আর কারও। দ্বিশতক আছে আর একটিই, আরেক পাকিস্তানি ইমতিয়াজ আহমেদের (২০৯)। মাহমুদউল্লাহর আগে আট নম্বরে বাংলাদেশের সেঞ্চুরি ছিল একটিই, ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খালেদ মাসুদের ১০৩।

No comments

Powered by Blogger.