শয়নকক্ষ থেকে জাপানের সাবেক অর্থমন্ত্রীর মরদেহ উদ্ধার

জাপানের পুলিশ গতকাল রোববার দেশটির সাবেক অর্থমন্ত্রী শোইসি নাকাগাওয়ার মরদেহ তাঁর নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে। তাঁর মৃত্যুর কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এএফপি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টোকিওর সেটাগায়া এলাকার নিজ বাসভবনের শয়নকক্ষে শোইসি নাগাকাওয়া (৫৬) মারা গেছেন।
নাকাগাওয়া ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একজন প্রভাবশালী নেতা। গত ফেব্রুয়ারি মাসে রোমে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি মাতাল অবস্থায় বক্তব্য দিয়ে নিজ দল ও বিরোধী দলের কঠোর সমালোচনার মুখে পড়েন। এরই জেরে গত মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

No comments

Powered by Blogger.