পলিথিন সমস্যা by জানে আলম

ঢাকা শহরে পরিবেশের বড় শত্রু পলিথিন। পলিথিন ব্যাগ দামে সস্তা, হালকা ও মজবুত বলে এটা সবাই ব্যবহার করতে উত্সাহী হয়। পলিথিন প্রতিনিয়ত আমাদের ক্ষতিসাধন করছে। পলিথিন মাটির উর্বরতা নষ্ট করছে, পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে, পয়োনিষ্কাশনে সমস্যার সৃষ্টি করছে। ফলে সামান্য বৃষ্টির পানিতে শহর বন্যার মতো ডুবে যায়। ১৯ জুলাইয়ের বৃষ্টিপাতে ঢাকা শহর যেভাবে তলিয়ে গিয়েছিল, তা কারও অজানা নয়। পলিথিন আমাদের ক্ষতিসাধন করে বলেই সরকার এর উত্পাদন, বাজারজাতকরণ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। কিন্তু তার পরও একশ্রেণীর পেশাদার ব্যবসায়ী পলিথিন উত্পাদন, বাজারজাত করছেন।
আইনের প্রয়োগের জন্য সঠিকভাবে পর্যবেক্ষণ ও তদারকি করা দরকার। পলিথিন ব্যাগ বন্ধের পাশাপাশি চটের ব্যাগ ব্যবহার করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য কীভাবে চটের ব্যাগ সস্তা মূল্যে সরবরাহ করা যায়, তার উপায় বের করতে হবে।
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ।
Alam1122@gmail.com

No comments

Powered by Blogger.