দুর্গাপূজার ছুটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, ঈদুল ফিতর ও দুর্গাপূজা উপলক্ষে ৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ওই ছুটি হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক কিংবা শিক্ষার্থীদের জন্য মোটেই পর্যাপ্ত নয়। কেননা দুর্গাপূজার অষ্টমী, নবমী ও দশমীই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে আনন্দের দিন, যা এ বছর যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ফলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে ২৯ সেপ্টেম্বর ক্লাস করার জন্য ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসা সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। মুসলমানদের ঈদের মতো হিন্দুরাও প্রতিবছর তাদের দুর্গাপূজার আনন্দের দিনগুলোর দিকে তাকিয়ে থাকে। অনেক প্রতিক্ষার পর যখন সেই দিনগুলো আসে তখন নিশ্চয়ই এ রকম প্রতিকূলতা কোনো হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীর কাম্য নয়। তাই এ অবস্থায় হিন্দু ধর্মাবলম্বীদের এ রকম সমস্যার কথা বিবেচনা করে যেন ২৯ সেপ্টেম্বর আরও এক দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করছি।
বিকাশ কীর্ত্তনিয়া, শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

No comments

Powered by Blogger.