বাংলাদেশ সফরে দুর্বল ইংল্যান্ড দল

ব্যস্ত মৌসুমে মূল ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে বাংলাদেশ সফরে দুর্বল দল পাঠাতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে আগামী মধ্য জানুয়ারিতে। এর পর ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফর। এর পর আছে বাংলাদেশের ফিরতি সফর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ, বছর শেষে অ্যাশেজ, ২০১১-র ফেব্রুয়ারিতে আবার বিশ্বকাপ।
এমন ব্যস্ত সূচিকে সামনে রেখে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর কথা জানিয়েছেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস, ‘আমাদের এমন একটা উপায় বের করতে হবে যাতে ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতি, পর্যাপ্ত ম্যাচ এবং পর্যাপ্ত বিশ্রাম পায়। এ জন্য আমরা কোনো সিরিজ বা সিরিজের মাঝে ক্রিকেটারদের বিশ্রাম দিতে চাই।’ এই নীতিতেই বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, টি-টোয়েন্টি অধিনায়ক পল কলিংউড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে। সে ক্ষেত্রে সহ-অধিনায়ক অ্যালিস্টার কুক টেস্ট দলের নেতৃত্ব দেবেন। ওয়ানডে সহ-অধিনায়ক পল কলিংউডকেও বিশ্রাম দেওয়া হলে ওয়ানডে নেতৃত্বে দেখা যেতে পারে নতুন কাউকে।

No comments

Powered by Blogger.