বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ভারতীয়দের প্রাধান্য

মনোনীতদের তালিকায় বাংলাদেশের ছিলেন দুজন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় ছিলেন সাকিব আল হাসান। বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় আবদুর রাজ্জাক। কাল প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় এঁদের কেউই নেই। সেখানে ভারতীয়দেরই জয়জয়কার।
বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় ভারতীয় দুজন—মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। গম্ভীর আছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের তালিকাতেও। বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় চারজনের তিনজনই ভারতীয়—ধোনি, যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগ। ওয়েবসাইট।
বর্ষসেরা ক্রিকেটার: মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, মিচেল জনসন, অ্যান্ড্রু স্ট্রাউস।
বর্ষসেরা টেস্ট খেলোয়াড়: গৌতম গম্ভীর, মিচেল জনসন, থিলান সামারাবীরা, অ্যান্ড্রু স্ট্রাউস।
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়: শিবনারায়ণ চন্দরপল, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বীরেন্দর শেবাগ।
বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স: শহীদ আফ্রিদি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৫১ রান ও ২/১৬), তিলকরত্নে দিলশান (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭ বলে ৯৬ রান), ক্রিস গেইল (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৮৮ রান) ও উমর গুল (নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট)।

No comments

Powered by Blogger.