করাচির তেলবন্দরে হামলার পরিকল্পনা নস্যাত্: কর্তৃপক্ষ

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে তেলবন্দর কমপ্লেক্সের কাছে গতকাল মঙ্গলবার বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। পুলিশের ধারণা, বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল বন্দুকধারীরা। তাদের তত্পরতায় তা ব্যর্থ হয়েছে। এ সময় বন্দুকধারীদের গুলিতে কমপ্লেক্সের একজন নিরাপত্তারক্ষী নিহত হন।
করাচি শহরের পুলিশের প্রধান ওয়াসিম আহমেদ জানান, বোরকা পরিহিত তিনজন পুরুষ বন্দুকধারী একটি ভ্যানে চড়ে তেলবন্দর কমপ্লেক্সে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন। বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীদের গুলি করে। এ সময় টহল পুলিশের একটি ভ্যান ওই কমপ্লেক্সের পাশ দিয়ে যাচ্ছিল। পুলিশের সদস্যরা বন্দুকধারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ১০টি গ্রেনেড ও তিনটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করেছে।

No comments

Powered by Blogger.