সংকট নিরসনে হন্ডুরাসে অনানুষ্ঠানিক আলোচনা

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া।
বৈঠকের পর ম্যানুয়েল জেলায়া বলেন, নাম না জানা এক কর্মকর্তার সঙ্গে বৈঠকটি প্রথম ইতিবাচক পদক্ষেপ। তবে বৈঠকে অগ্রগতি হয়েছে সামান্য।
অন্তর্বর্তী সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মার্থা লোরেনা আল-বারাদো বলেন, জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের লক্ষ্যে আলোচনা হয়নি।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জেলায়া এখনো হন্ডুরাসে ব্রাজিলের দূতাবাসে আটকা পড়ে আছেন। দূতাবাসটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাসদস্যরা। তিন মাস নির্বাসনে থাকার পর গত সোমবার আকস্মিকভাবে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া।
অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া টেলিভিশন চ্যানেল ৩৬-কে বলেন, আলোচনার সময় অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা খুবই শক্ত অবস্থান নিয়েছিলেন।

No comments

Powered by Blogger.