দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে ইরান

ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে, তারা আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। আইএইএ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।
আইএইএর মুখপাত্র মার্ক ভিদরিকেয়ার এক বিবৃতিতে বলেন, ২১ সেপ্টেম্বর ইরান চিঠি দিয়ে জানিয়েছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। এ ব্যাপারে অন্যান্য তথ্য পরে জানানো হবে।
ইরান বলছে, বিদ্যুতের চাহিদা মেটাতে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইরান কেন নিজ থেকেই এ শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিল, এ ব্যাপারে কূটনীতিকেরা বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে অথবা এ শোধনাগারের ব্যাপারে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তারা আগ বাড়িয়ে দ্বিতীয়শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিয়েছে।
আইএইএ নতুন এই শোধনাগারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এবং দ্রুত ওই শোধনাগার পরিদর্শনের অনুমতি দিতে তেহরানকে অনুরোধ করেছে। এ ছাড়া ওই শোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারেও ধারণা নিতে চাইছে আইএইএ।
বর্তমানে নাতাঞ্জ শহরে ইরানের একমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার চালু রয়েছে।

No comments

Powered by Blogger.