মাদার তেরেসার জন্মশতবার্ষিকী উদযাপন

আর্তমানবতার বন্ধু নোবেলজয়ী মাদার তেরেসার জন্মশতবার্ষিকী ছিল গতকাল বুধবার। মানবতাবাদী এ মহীয়সী নারী ১৯১০ সালের ২৭ আগস্ট তত্কালীন যুগোস্লাভিয়ার দক্ষিণাঞ্চলের ছোট্ট গ্রাম স্কোপজে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। অনুষ্ঠানটি যেৌথভাবে উদ্বোধন করেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থাংহোলা এবং পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল বিচারপতি শ্যামল সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বোন প্রীতম কাউর। এদিকে গতকাল সকালে মাদার হাউসে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের উদ্যোগে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মাদার তেরেসার আসল নাম ছিল অ্যাগনেস গোনক্সা বোজাকসহিউ। অ্যাগনেস ১৯২৮ সালে চলে আসেন কলকাতায়।
১৯৭৯ সালে মাদার তেরেসা শানি্ততে নোবেল পুরস্কার পান। ১৯৮০ সালে তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান Èভারতরত্ন' পান। ১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর তিনি কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

No comments

Powered by Blogger.