ক্রিকেট নির্বাচকদের জন্য নতুন শর্ত

আগামী ৩১ আগস্ট শেষ হয়ে যাচ্ছে রফিকুল আলমের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ। পরবর্তী নির্বাচক কমিটিতে নতুন কেউ আসুক বা এই নির্বাচক কমিটিই থেকে যাক দায়িত্বে, সেটা কোনো ব্যাপার নয়; তাদের চাকরির শর্তাবলিতে আসছে পরিবর্তন। জাতীয় দল নির্বাচক কমিটির কাজের পরিধি ও পদ্ধতি বদলানোর সদ্ধিান্ত নিয়েছে বোর্ড।
বিসিবিতে এখন নির্বাচকদের নির্বাচক কমিটি নামেও একটা কমিটি আছে। কমিটির প্রধান এনায়েত হোসেন ব্যক্তিগত সফরে দেশের বাইরে থাকলেও অন্য চার সদস্য আমিনুল হক, দেওয়ান শফিউল আরেফিন, জালাল ইউনুস ও গাজী আশরাফ হোসেন কাল বিকেলে নির্বাচকদের চুক্তির শর্ত নিয়ে আলোচনায় বসেছিলেন। সভা শেষে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, Èনির্বাচকদের কর্মপদ্ধতি ও পরিধি নতুন করে নির্ধারণ করবে বোর্ড। এই নির্বাচক কমিটি দায়িত্বে থাকুক কিংবা নতুন নির্বাচক কমিটি আসুক, তাদের নতুন এসব শর্ত মেনেই কাজ করতে হবে। চুক্তি করার আগে নির্বাচকদের এ ব্যাপারে ধারণা দেওয়া হবে।'
ঘরোয়া ক্রিকেটের ম্যাচে নির্বাচক কমিটির সদস্যরা নিয়মিতই মাঠে যান। তঁাদের এ কাজে আরও শৃঙ্খলা আনতে নতুন চুক্তিতে প্রিমিয়ার লিগ, জাতীয় লিগসহ ঘরোয়া ক্রিকেটের অন্যান্য ম্যাচে নির্বাচকদের পালা করে মাঠা থাকার বাধ্যবাধকতা দেবে নির্বাচকদের নির্বাচক কমিটি। প্রত্যেক নির্বাচককে এখন থেকে ঘরোয়া ক্রিকেটের নির্দষ্টিসংখ্যক ম্যাচ মাঠে থেকে দেখতে হবে। এ ছাড়া বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা আনতে দুই জুনিয়র নির্বাচকের সঙ্গে জাতীয় নির্বাচকদের কাজের সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
নির্বাচকদের নির্বাচক কমিটির প্রধান এনায়েত হোসেন দেশে ফিরলে আরেকটি সভায় বসে এসব সদ্ধিান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। নতুন নির্বাচক কমিটির ব্যাপারেও সদ্ধিান্ত হবে তখন। Èআমরা এটা ঝুলিয়ে রাখব না। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল নতুন নির্বাচক কমিটিই করবে। আর যদি এই নির্বাচক কমিটিই থেকে যায় তাহলেও তাদের নতুন করে চুক্তিতে সই করতে হবে'∏

No comments

Powered by Blogger.