আইএসআইয়ের ৩২ কর্মকর্তাকে ছাঁটাই

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) শীর্ষস্থানীয় ৩২ জন কর্মকর্তাকে ছাঁটাই করেছে সে দেশের সরকার।
দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, তাঁরা প্রত্যেকেই ব্রিগেডিয়ার ও কর্নেল পদের। তাঁদের অনেকেরই অবসরের বয়স হয়েছিল, অনেককে অবসরের পরও ফের কাজে নিয়োগ করা হয়েছিল। প্রয়োজনে অতিরিক্ত লোক কাজ করছিলেন আইএসআইয়ে। তাই শুধু সংস্থার মেদ ঝরাতে সরকারের এই পদক্ষেপ এবং এ প্রক্রিয়া চলবে আরও দুই বছর। এমনটাই দাবি করছে আইএসআই।
তবে সংস্থার দাবি যা-ই হোক না কেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থায় এই রদবদল নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে আইএসআই। আর সে কারণে অভিযানের সময় জঙ্গিদের ধরা যায় না। ওয়াকিবহাল মহলের ধারণা, মার্কিন চাপেই এই ব্যাপক রদবদল করতে বাধ্য হয়েছে আইএসআই।

No comments

Powered by Blogger.