৬.৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের বাইরে সমুদ্রে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। কয়েক দিনের ব্যবধানে এটি দ্বীপটিতে আঘাত হানা দ্বিতীয় বড় মাত্রার ভূমিকম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয় তাইওয়ানের আবহাওয়া অধিদফতর ভূমিকম্পটির মাত্রা ৭.০ হিসেবে নির্ধারণ করেছে। তারা জানায় শনিবার দিবাগত রাত ১১টা ০৫ মিনিটে ইয়িলান কাউন্টির উপকূলীয় সমুদ্র অঞ্চলে, ভূমি থেকে ৭৩ কিলোমিটার গভীরে কম্পনটির উৎস শনাক্ত করা হয়।

এ জায়গাটি রাজধানী তাইপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ইয়িলান কাউন্টি ফায়ার ব্যুরো এএফপিকে জানায়, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পের সময় রাজধানী তাইপের ভবনগুলো দুলে ওঠে এবং পুরো তাইওয়ানজুড়েই কম্পন অনুভূত হয়। তাইওয়ান প্রায়ই ভূমিকম্পের কবলে পড়ে। কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগসীমার কাছে, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর প্রান্তভাগে অবস্থিত।

ইউএসজিএসের ভাষায়, এ অঞ্চলই বিশ্বের সবচেয়ে ভূকম্পন সক্রিয় এলাকা। এর আগের বুধবার দ্বীপটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ২০২৪ সালের এপ্রিলে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হুয়ালিয়েন শহরসংলগ্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে এবং বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। কর্মকর্তারা তখন বলেছিলেন, এটি ছিল গত ২৫ বছরে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর আগে ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার যে ভূমিকম্প ঘটে। সেটিই ছিল দ্বীপটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।

mzamin

No comments

Powered by Blogger.