দেশে রাজনৈতিক মেরুকরণ অবসানে একমাত্র জারদারিই সক্ষম: বিলাওয়াল
তিনি আরও বলেন, পাকিস্তানকে রাজনৈতিক বিভক্তি ও মেরুকরণ থেকে যে একজন মানুষই উদ্ধার করতে পারেন- তিনি হলেন সমঝোতার সম্রাট, আসিফ আলী জারদারি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মেরুকরণ শুধু গণতন্ত্রকেই নয়, বরং অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করছে। তার মতে, যদি পাকিস্তানকে রাজনৈতিক সংকট থেকে বের করা যায়, তবে অর্থনৈতিক সংকটও স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই লাঘব হবে। বিলাওয়াল মনে করিয়ে দেন, দেশের সমস্যার সমাধান সংঘাতের পথ ধরে নয়, রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই সম্ভব।
তিনি বিরোধী দলগুলোকে দায়িত্বশীল রাজনীতি চর্চার আহ্বান জানান এবং ক্ষমতাসীন দলগুলোকেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার তাগিদ দেন। বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পর পুরো দেশ যখন উত্তাল- ‘পাকিস্তান না খাপ্পে’ স্লোগানে দেশজুড়ে অস্থিরতা, সেই প্রেক্ষাপট স্মরণ করে বিলাওয়াল বলেন, সে সময়ে আসিফ আলী জারদারিই ‘পাকিস্তান খাপ্পে’ বলে স্লোগান তুলে রাষ্ট্রকে রক্ষা করেছিলেন এবং একজন স্বৈরশাসককে ক্ষমতা থেকে সরিয়েছিলেন। তিনি বলেন, বেনজির ভুট্টো কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। সবচেয়ে কঠিন সময়েও তিনি ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করেছিলেন।

No comments