লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে হিন্দুদের আয়োজিত এক কর্মসূচি শনিবার খালিস্তানপন্থীদের পাল্টা বিক্ষোভের মুখে পড়ে। ১৮ই ডিসেম্বর ময়মনসিংহে পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পাঁচ শতাধিক বিক্ষোভকারী ওই বিক্ষোভে যোগ দেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি ও ভারতীয় বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের। এ সময়ে তারা ‘হিন্দুস লাইভস ম্যাটার’ স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে দিপু দাসের জন্য ন্যায়বিচারের দাবি, সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বন্দিত্বের বিষয়টি তুলে ধরা হয়। একটি ডিজিটাল ভ্যান ঘুরে ঘুরে প্রদর্শন করছিল আলো ঝলমলে বার্তা। তাতে লেখা- ‘হিন্দুদেরও বাঁচার অধিকার আছে’। বাঙালি হিন্দু আদর্শ সংঘ (বৃটেন) আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিক্ষোভকারীরা ব্যারিকেডের পেছনে, হাইকমিশনের বিপরীত পাশে অবস্থান নেন। এরপর প্রায় ১০ জন খালিস্তানপন্থী সরাসরি হাইকমিশনের সামনে এসে উপস্থিত হয়। তারা হলুদ খালিস্তানি পতাকা হাতে নিয়ে ভারতবিরোধী ও হিন্দুবিরোধী স্লোগান দেয় এবং সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির প্রশংসা করতে থাকে। পুলিশ এসে দু’পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়োজকদের একজন, পশ্চিমবঙ্গের প্রজ্জ্বল বিশ্বাস বলেন, আমি বুঝতে পারছি না খালিস্তানিরা কেন এখানে বিক্ষোভ করছে। এটি তাদের বিষয় নয়। তারা আমাদের উসকে দেয়ার চেষ্টা করছে। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশে জন্ম নেয়া শুচিষ্মিতা। তার আত্মীয়স্বজন এখনো বাংলাদেশেই বসবাস করেন। বৃটিশ ভারতীয় বংশোদ্ভূত বিক্রম বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) থেকে ভারতে চলে গিয়েছিলেন। তিনি বলেন, আমরা চাই ভারত ও বৃটেন কঠোর পদক্ষেপ নিক।

No comments