স্বৈরাশাসক সুহার্তো ইন্দোনেশিয়ার ‘জাতীয় নায়ক’

ইন্দোনেশিয়ার স্বৈরাশাসক ও সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় নায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। সুহার্তোর ‘নিউ অর্ডার’ শাসনামলে (১৯৬০-১৯৯০) ইন্দোনেশিয়ার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়। তবে সেই সময় রাজনৈতিক দমনপীড়নও ভয়াবহ মাত্রায় চলে। সেই সময়কালেই হাজারো রাজনৈতিক বিরোধী নেতা নিহত হন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দেশটিতে জাতীয় নায়ক পদটি বার্ষিকভাবে দেয়া হয়। এর মাধ্যমে দেশকে প্রদত্ত অবদানের জন্য ব্যক্তিদের সম্মান করা হয়। সোমবার জাকার্তার প্রেসিডেন্ট ভবনে এক অনুষ্ঠানে বর্তমান ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১০ জন নতুন নায়কের মধ্যে সুহার্তোকে অন্তর্ভুক্ত করেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট সুবিয়ান্তো হলেন সুহার্তোর সাবেক জামাই। অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করে।

এরপর তালিকা প্রকাশের পর সোমবার পুরষ্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের অফিসের লাইভস্ট্রিমে বক্তৃতায় বলা হয়, সুহার্তো ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের সময়ে খ্যাতি অর্জন করেন। ১৯৪৫ সালে জাকার্তায় যুদ্ধে জাপানি সেনাদের অস্ত্রসম্ভার নিষ্কাশনে নেতৃত্ব দেন। কিন্তু সুহার্তোকে জাতীয় নায়ক হিসেবে সম্মান দেয়ার সিদ্ধান্তটি অনেক নাগরিকসমাজের বিরোধের মুখোমুখি হয়েছে। গত সপ্তাহে প্রায় ১০০ মানুষ জাকার্তায় সুহার্তোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেয়। প্রায় ১৬,০০০ মানুষ অনলাইনে স্বাক্ষর করেছে একই দাবিতে। সোমবার জাকার্তায় আরেকটি প্রতিবাদ হয়। এ জন্য শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

mzamin

No comments

Powered by Blogger.