ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার মূল শর্তগুলো থেকে এক ইঞ্চিও সরে আসবে না তার দেশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে চেষ্টা চালালেও এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতের সমাধান হয়নি। গত মাসে তিনি হঠাৎ করেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভøাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন।

পশ্চিমা গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে বৈঠক বাতিলের পর পুতিন নাকি ল্যাভরভের প্রতি ক্ষুব্ধ। তবে ক্রেমলিন শুক্রবার এ দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, রাশিয়া এখনো ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে সরেনি। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে ল্যাভরভ বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি বুঝতে পারি যে নিয়মিত যোগাযোগ অত্যন্ত জরুরি। ইউক্রেন ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আমরা ফোনে কথা বলি এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠকের জন্যও প্রস্তুত আছি।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। যেগুলোকে তারা নিজেদের আইনগত অংশ বলে দাবি করছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো অবশ্য এই দখল স্বীকার করতে অস্বীকৃতি জানায়। ল্যাভরভ বলেন, আগস্টে আলাস্কার অ্যাঙ্কোরেজে পুতিন ও ট্রাম্পের শীর্ষ বৈঠকে যেসব বোঝাপড়া হয়েছিল। তা পুতিনের ২০২৪ সালের জুনের দাবি ও ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবনার ওপর ভিত্তি করে গঠিত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ একটি বৈঠকে কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরমেক কোশারবায়েভের (ছবিতে নেই) সঙ্গে কথা বলছেন। রাশিয়ার রাজধানী মস্কোয়, ২২ অক্টোবর ২০২৫
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রথম আলো


No comments

Powered by Blogger.